এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাইফ

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ১৭:০৬
শেয়ার :
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাইফ

এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানো সাইফ হাসান আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ওপেনার এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন। আর বোলারদের মধ্যে এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

আজ বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ উপরে উঠে ৩৬তম স্থানে আছেন সাইফ হাসান। রেটিং পয়েন্ট তার ৫৫৫। এর আগের সপ্তাহেই তিনি ১৩৩ ধাপ এগিয়ে আলোচনায় এসেছিলেন।

অন্যদিকে, বোলারদের তালিকায় রিশাদ উঠেছেন ৬ ধাপ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি ২০তম স্থানে।

গত সপ্তাহে সুপার ফোরে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে রান তাড়ায় একাই লড়েছিলেন সাইফ। ৫১ বলে ৬৯ রানের ইনিংসে ছিল ৫ ছক্কা ও ৩ চার। যদিও ম্যাচটি ৪১ রানে হেরে যায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ ছিলেন তিনি, করেছিলেন মাত্র ১৮ রান। সেই ম্যাচে ১১ রানের হারে ফাইনালের আশা শেষ হয় বাংলাদেশের।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাইফ। চোটের কারণে এশিয়া কাপে শেষ দুই ম্যাচে না খেলা অধিনায়ক লিটন দাস নেমে গেছেন ৪৩তম স্থানে। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় যথাক্রমে ৪৫তম ও ৪৬তম, আর জাকের আলি আছেন ৬৩তম স্থানে।

বোলিংয়ে ভারতের বিপক্ষে ৩ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছিলেন রিশাদ। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন আরও ২ উইকেট। তার পারফরম্যান্সেই র‌্যাঙ্কিংয়ে এসেছে অগ্রগতি।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট পাওয়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে উঠেছেন ৩০তম স্থানে। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মোস্তাফিজুর রহমান। যদিও বাঁহাতি পেসার দুই ধাপ নেমে এখন আছেন একাদশ স্থানে।