উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে গ্রিভস, রাদারফোর্ড, ওয়ারিকান
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ২০২৫-২৬ মৌসুমের জন্য পুরুষ ও নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবার বাদ পড়েছেন সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জোশুয়া দা সিলভা ও কাভেম হজ। তাদের জায়গায় দলে এসেছেন জাস্টিন গ্রিভস, শারফেন রাদারফোর্ড ও জোমেল ওয়ারিকান।
নারী ক্রিকেটারদের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন দুই পেসার জানিলিয়া গ্লাসগো ও শনিশা হেক্টর। তবে বাদ পড়েছেন শামিলিয়া কনেল, চেরি অ্যান ফ্রেজার, চিডিয়ান নেশন ও রাশাদা উইলিয়ামস।
মূল তালিকায় পুরুষদের মধ্যে শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি ও জেডেন সিলস নিজেদের জায়গা ধরে রেখেছেন। নারীদের তালিকায় রয়েছেন হেইলি ম্যাথিউস, স্টেফানি টেইলর, ডিয়ান্দ্রা ডটিন ও শিমেইন ক্যাম্পবেল। নতুন চুক্তি কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।
সিডব্লিউআই ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, এই চুক্তি বাছাই করা হয়েছে খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সম্ভাবনা বিবেচনায় নিয়ে। পাশাপাশি বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে সামনে রেখে দীর্ঘমেয়াদি সাফল্যের পরিকল্পনার অংশ হিসেবেও এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার স্টার্টার (উন্নয়নমূলক) চুক্তি দেওয়া হয়েছে জুয়েল অ্যান্ড্রু, জেদিয়াহ ব্লেডস, জোহান লেইন, জাজারা ক্ল্যাক্সটন ও রিয়ালিয়ানা গ্রিমন্ডকে। এছাড়া পুরুষদের ১৫ জন এবং নারীদের ১৪ জন ক্রিকেটার পেয়েছেন একাডেমি চুক্তি।
সাম্প্রতিক সময়ে পুরুষ ও নারী – দুই বিভাগেই ভুগছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। নারী দল চলমান ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, যদিও জুনে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল। অন্যদিকে, পুরুষ দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে এবং শেষ ইনিংসে মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনক রেকর্ড গড়েছে। এরপর নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। যদিও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও একই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের স্বাদ পেতে হয়েছে।
পুরুষদের রিটেইনার চুক্তি ২০২৫-২৬
সিনিয়র: অ্যালিক আথানাজে, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মুটি, রোভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, জোমেল ওয়ারিকান।
স্টার্টার: জুয়েল অ্যান্ড্রু, জেদিয়াহ ব্লেডস, জোহান লেইন।
একাডেমি: আকিম অগাস্টে, রায়ান বানডু, জেদিয়াহ ব্লেডস, রিভালদো ক্লার্ক, মাভেন্দ্রা ডিনডিয়াল, জিওভন্তে ডেপেইজা, নাথান এডওয়ার্ড, ড্যামেল এভেলিন, আমারি গুডরিজ, এমবেকি জোসেফ, জোহান লেইন, জিশান মোটারা, কেলভিন পিটম্যান, রেনিকো স্মিথ, কার্লন টাকেট।
নারীদের রিটেইনার চুক্তি ২০২৫-২৬
সিনিয়র: আলিয়া আলেইন, শিমেইন ক্যাম্পবেল, ডিয়ান্দ্রা ডটিন, আফি ফ্লেচার, জানিলিয়া গ্লাসগো, শনিশা হেক্টর, চিনেল হেনরি, জায়িদা জেমস, কিয়ানা জোসেফ, হেইলি ম্যাথিউস, আশমিনি মুনিসার, স্টেফানি টেইলর, করিশমা রামহারাক।
স্টার্টার: জাজারা ক্ল্যাক্সটন, রিয়ালিয়ানা গ্রিমন্ড।
একাডেমি: অ্যাবিগেইল ব্রাইস, আসাবি ক্যালেন্ডার, নাইজান্নি কাম্বারব্যাচ, শাবিকা গাজানবি, ব্রিয়ান্না হারিচারণ, ত্রিশান হোল্ডার, জেনাবা জোসেফ, নিয়িয়া ল্যাচম্যান, সামারা রামনাথ, অমৃতা রামতাহাল, সেলেনা রস, শানেল সাওহ, স্টেফি সুগ্রিম, কেট উইলমট।