স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে হতাশ হলেন মরিনহো
হোসে মরিনহোর স্ট্যামফোর্ড ব্রিজে ফেরা শেষ হলো হতাশায়। কলম্বিয়ান মিডফিল্ডার রিচার্ড রিওসের আত্মঘাতী গোলে চেলসি চ্যাম্পিয়নস লিগে বেনফিকাকে হারাল ১-০ ব্যবধানে।
মরিনহোকে ঘিরে চেলসি সমর্থকদের ভালোবাসা এতটাই প্রবল যে ম্যাচের আগে ও চলাকালীন তারা তাকে গান শোনায়। সাবেক উল্ভস কোচ ব্রুনো লাগেকে সরিয়ে মাত্র ১২ দিন আগে বেনফিকার দায়িত্ব নেওয়া মরিনহো হাত নেড়ে দর্শকদের অভিবাদনও জানান।
তবে তিনি নিশ্চয়ই চাইতেন বেনফিকা যেন চেলসিকে উপহার না দেয়। কিন্তু ১৮ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর ক্রস পেদ্রো নেতোর দিকে ফিরলে রিওস সেটি প্রতিহত করতে গিয়ে নিজ নেটেই পাঠিয়ে দেন। গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের কিছুই করার ছিল না।
তবে চেলসির জন্যও ছিল হতাশা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বদলি হিসেবে নামা জোয়াও পেদ্রো দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে বিদায় নেন। গত কয়েক সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাইটনের বিপক্ষে লাল কার্ডে ভুগতে হলেও এবার সেটা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি।
চেলসি বল দখলে আধিপত্য দেখালেও এবং প্রতিপক্ষের চেয়ে বেশি শট নিলেও বেনফিকার গোলমুখে তেমন হুমকি তৈরি করতে পারেনি। গারনাচো নিজের নতুন ক্লাবের হয়ে দ্বিতীয়বার শুরুর একাদশে নেমে কয়েকটি সুযোগ নষ্ট করেন।
শেষ দিকে তরুণ বদলি এস্তেভাও উইলিয়ান একবার মাথা ছুঁইয়ে গোলমুখে বল পাঠালে ত্রুবিন চমৎকার সেভ করেন।