তামিমসহ আরও যারা বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন
তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার প্রার্থিতা বাতিলের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
তামিম ছাড়াও আরও ১৪জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। জানা যায় এরা প্রায় সবাই বিএনপিপন্থী।
নিচে পাঠকদের জন্য তালিকা দেওয়া হলো:
১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. আসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরুণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)