লিভারপুলের হার /

চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৫, ০৮:১৬
শেয়ার :
চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের ঐতিহাসিক জয়

নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমহেনের প্রথমার্ধের পেনাল্টি গোলে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন ও স্ট্রাইকার হুগো একিটিকেকে।

মঙ্গলবার ইস্তাম্বুলে উত্তাল পরিবেশে ম্যাচের ১৬ মিনিটে ডমিনিক সোবজোস্লাইয়ের ফাউলের ফলে বারিস আলপার ইয়িলমাজ পড়ে গেলে রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে ওসিমহেন জোরালো শটে অ্যালিসনকে পরাস্ত করেন।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই ইয়িলমাজ একবার গোলের সুযোগ পেয়েছিলেন, তবে অ্যালিসন চমৎকার সেভে লিভারপুলকে রক্ষা করেন।

সপ্তাহান্তে ক্রিস্টাল প্যালেসের কাছে মৌসুমের প্রথম লিগ হার পাওয়া লিভারপুল এদিন দলে তিন পরিবর্তন আনে। বেঞ্চে ছিলেন মোহাম্মদ সালাহ ও রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাক। দুজনেই ৬২ মিনিটে মাঠে নামেন, তবে ততক্ষণে চোটের কারণে বদলি হয়ে গেছেন অ্যালিসন। তার জায়গায় গোলপোস্টে আসেন জর্জি মামারদাশভিলি।

ফেরার ম্যাচেই একিটিকে ৬৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। আক্রমণে কিছু সুযোগ পেলেও রক্ষণভাগের দুর্বলতায় লিভারপুল বারবার বিপদে পড়ে।

এই জয় গালাতাসারাইয়ের জন্য চ্যাম্পিয়নস লিগে সাত বছর পর ঘরের মাঠে প্রথম সাফল্য। এর চেয়েও বড় অর্জন হলো- এমন প্রতিপক্ষের বিপক্ষে জয় যারা মৌসুমের শুরু থেকে অপরাজিত ছিল, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে টানা দ্বিতীয় হারের মুখ দেখল তারা।