বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র দেবে না পাকিস্তান
বিদেশি টি-টোয়েন্টি লিগে ক্রিকেটারদের খেলার সব ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমাদ সৈয়দ গতকাল একটি নোটিশ পাঠিয়েছেন খেলোয়াড় ও এজেন্টদের, যাতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
নোটিশে লেখা আছে, ‘পিসিবি চেয়ারম্যান এর অনুমোদনক্রমে, বিদেশি লিগ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য সকল নো-অবজেকশন সার্টিফিকেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি। সংবাদে বলা হয়েছে, বোর্ড এনওসিকে পারফরম্যান্স-ভিত্তিক সিস্টেমের সঙ্গে যুক্ত করতে চাইছে। তবে এর মানদণ্ড এখনও গোপন রাখা হয়েছে। বোর্ডের লক্ষ্য খেলোয়াড়দের জাতীয় ও ঘরোয়া পারফরম্যান্সে উদ্দীপনা যোগানো। বর্তমানে এনওসি স্থগিত থাকবে কতদিন, তা জানা যায়নি।
এই সিদ্ধান্ত আসে ঠিক একদিন পর, যখন পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে ঘরের মাঠে হারে। তবু তারা একই সফরে একটি টি-টোয়েন্টি ত্রি-সিরিজ জয়ও করে। এছাড়া কায়েদ-ই-আজম ট্রফি, পাকিস্তানের প্রধান ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, যা মূলত ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল।
এ মৌসুমে সাতজন পাকিস্তানি খেলোয়াড়, যার মধ্যে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদি, বিগ ব্যাশ লিগে খেলবেন। যা ডিসেম্বর থেকে শুরু হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১ অক্টোবর অনুষ্ঠিত আইএলটি-টোয়েন্টি নিলাম-এর জন্য ১৬ জন পাকিস্তানি খেলোয়াড় সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন। তাতে আছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামান।