ট্রফি নিয়ে পালিয়ে গেছে: সূর্যকুমার
এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি বিতরণ নিয়ে চলা নাটকের মধ্যে এবার মুখ খুললেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানালেন, ম্যাচের পর আসলেই ট্রফি মঞ্চ থেকে উধাও হয়ে গিয়েছিল। তবে সরাসরি কারও নাম নেননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেন, ‘ট্রফি লে কে ভাগ গ্যায়ে উও’ (ও ট্রফি নিয়ে পালিয়ে গেছে)।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে, ট্রফি নিয়ে চলে যান পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি।
সূর্য বলেন, ‘আমরা ড্রেসিংরুমে ঢুকে পড়িনি, কিংবা কাউকে অপেক্ষা করতেও বলিনি। আমরা নিচেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম ট্রফি নিয়ে ও পালিয়ে গেল। আমি শুধু সেটাই দেখেছি। কিছু লোক আমাদের ভিডিও করছিল। আমরা তখনও মঞ্চের সামনে দাঁড়িয়ে ছিলাম।’
পাকিস্তানি ক্রিকেট মহলের অনেকের দাবি, ভারত সরকারের নির্দেশে ভারতীয়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি, এমনকি নাকভির কাছ থেকেও ট্রফি নেননি।
তবে সূর্য তা সাফ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি পরিষ্কার জানাতে চাই, সরকার বা বোর্ড আমাদের কখনও বলেনি যে, বিশেষ কারও হাত থেকে ট্রফি নেওয়া যাবে না। মাঠে আমরা নিজেরাই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
ভারত অধিনায়ক আরও বলেন, ‘এসিসির কর্মকর্তারা তখন মঞ্চে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। হঠাৎ দর্শকদের দিক থেকে আওয়াজ উঠল। তারপর দেখি একজন ট্রফি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে।’