ক্ষমা চাইলেন লিটন
সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশ দলের। ব্যাটিং ব্যর্থতায় সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছে টাইগারদের। আর এই ব্যর্থতার সঙ্গে নিজের চোট না সাড়ানোর হতাশাও যোগ হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বার্তায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে পোস্ট দিয়েছেন লিটন। তিনি লিখেন, ‘২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা ও শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সম্ভব হয়নি। বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
লিটনের চোট ছিল দলের বড় ধাক্কা। সাইড স্ট্রেইনের কারণে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। ওই দুই ম্যাচে নেতৃত্ব দেন জাকের আলি, তবে লিটনের অভাব স্পষ্ট হয়ে ওঠে ব্যাটিং, কিপিং এবং নেতৃত্বে।
ব্যক্তিগত আক্ষেপও লুকাননি লিটন, ‘চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয়ভাঙা অভিজ্ঞতা। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারব না। সেরে ওঠার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই বেদনা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে।’
তবে হতাশার মাঝেও আশাবাদী লিটন। সমর্থকদের ভালোবাসার প্রতিদান শিগগিরই দিতে চান তিনি, ‘টুর্নামেন্টজুড়ে আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। বিশ্বের সেরা সমর্থকরা আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।’
আগামী বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শুরু করবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে ওয়ানডে সিরিজ। লিটন সেখানে ফিরতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।