উইন্ডিজকে ডুবিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯
শেয়ার :
উইন্ডিজকে ডুবিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়েছে নেপাল। এর মাধ্যমে তারা তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল।

শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু থেকেই ভেঙে পড়ে। পাওয়ারপ্লেতে মাত্র ১৬ রান তুলতে পারে তারা। কেবল জেসন হোল্ডার (২১ বলে ২১) কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত দলটি ১৭ ওভারেই অলআউট হয়। এটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসের ষষ্ঠ সর্বনিম্ন সংগ্রহ এবং কোনো অ্যাসোসিয়েট দলের বিপক্ষে পূর্ণ সদস্য দলের সর্বনিম্ন স্কোর।

নেপালের বোলার মোহাম্মদ আদিল আলম নিলেন ৪ উইকেট, কুশল ভুর্তেল পেলেন ৩ উইকেট। দুর্দান্ত ফিল্ডিংয়ে গুলসান ঝাঁর দুটি চমকপ্রদ ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে নেপাল ব্যাটিংয়ে ভরসা দেন আসিফ শেখ (৬৮*), সুনদীপ জোরা (৩৯ বলে ৬৩) এবং শেষদিকে আলমের ছোট ক্যামিও। দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭৩।

ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন অধিনায়ক আকিল হোসেন (২/২১), তবে ব্যাটিং ধসে কোনো প্রতিরোধ গড়তে পারেনি তার দল।

এই জয়ে ইতিহাস গড়ল নেপাল—প্রথমবার কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল, তাও আবার বিশ্বকাপ বাছাইয়ের ঠিক আগে এবং প্রধান স্পিনার সন্দীপ লামিচানের অনুপস্থিতিতে।

তৃতীয় ও শেষ ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হবে