কার নেতৃত্বে জাপা, সমাধানে ইসিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
কার নেতৃত্বে জাপা, সমাধানে ইসিতে চিঠি

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে প্রতিকার চেয়ে চিঠি দিয়েছে দলটির একাংশ। গতকাল সোমবার জাপার আনিসুল ইসলাম অংশের দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান এ চিঠি দেন। জাপা প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদেরের অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ইসির সঙ্গে সাক্ষাতের পরের দিন এ চিঠি দেওয়া হলো।

সিইসিকে লেখা চিঠিতে বলা হয়েছে- জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পার্টির চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে, যার নথি ইতোমধ্যে নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। কিন্তু একাধিকবার আবেদন করা সত্ত্বেও কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি এবং ওয়েবসাইটে পুরনো তথ্য প্রদর্শিত হচ্ছে। ফলে দলের সাংগঠনিক কার্যক্রম যথেষ্ট বিঘিœত হচ্ছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় জাতীয় পার্টির নিবন্ধন নম্বর ১২ এবং প্রতীক লাঙ্গল সংবলিত কমিশনের ওয়েবসাইটে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নাম প্রতিস্থাপনের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

জাপা গঠনের পর ছয়বারের মতো দলটি ভাঙনের মুখে পড়ে। এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদপন্থি ও জিএম কাদেরপন্থিদের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। মাঝে বিদিশা এরশাদের আওয়াজও শোনা যায়। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় জিএম কাদেরকেই লাঙ্গল দেয় ইসি। বর্তমানে অপর দুই পন্থির কোনো আওয়াজ না থাকলেও ফের শুরু হয়েছে লাঙ্গল নিয়ে টানাটানি।