জাতীয় ক্রিকেট লিগে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন আলাউদ্দিন বাবু

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪
শেয়ার :
জাতীয় ক্রিকেট লিগে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন আলাউদ্দিন বাবু

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ রেকর্ড করলেন পেসার আলাউদ্দিন বাবু। সিলেটের একাডেমি মাঠে রংপুর বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। যা টুর্নামেন্টটির সেরা বোলিং। 

বাবুর আগে রেকর্ডটি ছিল মুক্তার আলীর দখলে। ২০১০ সালে বিকেএসপিতে খুলনার বিপক্ষে রাজশাহীর হয়ে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। এই দুজনের বাইরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন কেবল রুবেল হোসেন। ২০১০ সালেই ঢাকা বিভাগের বিপক্ষে চট্টগ্রামের হয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

বাবুর দুর্দান্ত বোলিংয়ে আজ বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। বরিশাল ১৯.৩ ওভারে অলআউট হয় ১০৬ রানে। লক্ষ্যটা ১৩.৩ ওভারেই ছুঁয়ে ফেলে রংপুর। দলটির ওপেনার অনিক সরকার ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকার পথে মেরেছেন ৫টি ছক্কা।

এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। প্রথমে ব্যাট করে ৬ উইকেট ১৫৫ রান করে চট্টগ্রাম। রান তাড়ায় রাজশাহী ৮ উইকেট হারিয়ে থামে ১২৫ রানে।