আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ২ বিশ্বকাপজয়ী ওকস
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস ওকস। আজ সোমবার অবসরের ঘোষণা দেন এই পেস বোলিং অলরাউন্ডার।
অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওকস বলেন, ‘সময় হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়। ইংল্যান্ডের হয়ে খেলা এমন একটি বিষয় ছিল যা আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পেরে আমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বোধ করি।’
২০১১ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে ২১৭ ম্যাচ খেলেছেন ২১৭ ম্যাচ খেলেছেন ওকস। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৩৯৬ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটা হাতে ৩ হাজার ৭০৫ রানও আছে তার।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ খেলেছেন ভারতের বিপক্ষে ঘরের মাঠে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের ফাইনালে। ওই ম্যাচে কাঁধের ইনজুরি থাকা সত্ত্বেও ওকস বীরত্বপূর্ণ আচরণ দেখান। টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন এক হাতে স্লিং নিয়েই।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওকস। ওই টুর্নামেন্টে বল ও ব্যাট, উভয়ভাবেই দলকে সাহায্য করেন তিনি। টুর্নামেন্টে ১৩৪ রান করার পাশাপাশি ১৬ উইকেটও নিয়েছিলেন এই ডানহাতি পেসার। যার মধ্যে তিনটিই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি।