বুলবুলের হাত থেকে চেক নিয়েই ছুঁড়ে ফেললেন পাকিস্তান অধিনায়ক

​ স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭
শেয়ার :
বুলবুলের হাত থেকে চেক নিয়েই ছুঁড়ে ফেললেন পাকিস্তান অধিনায়ক

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনাল আকাঙ্ক্ষিতভাবেই উত্তেজনাময় হয়েছে। যেখানে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের খেলা ছাপিয়ে ম্যাচ পরবর্তী নানা নাটুকে ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেটবিশ্ব। ভারতের ক্রিকেটাররা যেমন এসিসি ও পিসিবি সভাপতির থেকে ট্রফি নেননি। তেমনি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার-আপ প্রাইজমানির চেক গ্রহণ করলেও পরক্ষণেই সেটি ছুঁড়ে মারেন।

গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করতে সময় লেগে যায় ৩ ঘণ্টা। এই সময়েই চলে একের পর এক নাটক। ভারত নকভির কাছে ট্রফি নিতে অস্বীকৃতি জানালে তিনিও কাউকে ভারতের হাতে ট্রফি দিতে দেননি। 

ঘণ্টাখানেক দেরি হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই ভারতীয় দলকে ট্রফি বা মেডেল দেওয়া হয়নি। এমন ঘটনায় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে বেশ ক্ষিপ্ত দেখাছ্ছিল। মঞ্চে এসে রানার-আপ হিসেবে প্রাইজমানির চেক গ্রহণ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। তবে পরক্ষণেই তা ছুঁড়ে ফেলে দেন সবার সামনেই। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান আলী আগা বলেন, ‘হ্যাঁ, এটা (হার) হজম করা কঠিন। তবে আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। আমরা ইনিংসের শেষ দিকে রান তুলতে পারিনি। উইকেটও খুইয়েছি অনেক। বোলাররা অসাধারণ করেছে, কিন্তু আমিসহ ব্যাটাররা পর্যাপ্ত রান তুলতে পারেনি।’ 

ভারতকে উদ্দেশ্য করে সালমান আলী আগা বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধুমাত্র আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এবার যা হয়েছে, খুব খারাপ।’ 

এবারের টুর্নামেন্টে শুরু থেকেই উত্তেজনা ছড়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে। টুর্নামেন্টে মোট ৩ বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এর মধ্যে একবারও টসের সময় বা ম্যাচের পর পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা।