‘কুৎসিত দিন দেখানো’ ভারতকে নির্বাসনের দাবি পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে খেলার চেয়ে নাটকই বেশি আলোচনায় এখন। শিরোপা জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। গতকাল রবিবারের এই ঘটনাকে ক্রিকেটের জন্য ‘কুৎসিত দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ বলেছেন, ‘এসিসি চেয়ারম্যানের থেকে ট্রফি এবং পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। নিঃসন্দেহে ওদের নির্বাসিত করা উচিত আইসিসির। অন্য কোনো খেলা হলে সহজেই বিষয়টির সমাধান হয়ে যেত। কিন্তু আইসিসির চেয়ারম্যান, সিইও, সিএফও, বাণিজ্যিক বিভাগের প্রধান এবং প্রতিযোগিতা বিভাগের প্রধানেরা সকলেই ভারতীয় হওয়ায় নির্বাসনের সম্ভাবনা কম।’
ক্ষোভ উগড়ে দিয়ে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘ক্রিকেটের কুৎসিত দিন। একটা ভদ্রলোকের খেলার সংস্কৃতির বিরোধী কাজ করেছে ভারতীয়রা। তা-ও আবার দিনের আলোয় সকলের সামনে।’
রবিবারের ঘটনা ভারতীয় দলকেই বহুদিন তাড়া করে বেড়াবে বলে মনে করেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এই অলরাউন্ডার বলেছেন, ‘ক্রিকেটারেরা কতটা পরিশ্রম করেছে দেখুন। গরমের মধ্যে খেলেছে, কঠোর পরিশ্রম করেছে। এ সব কিসের জন্য? ট্রফি জিততে। তার পরে ওরা ট্রফি নিতেই এল না। আজ হয়তো বিষয়টা নিয়ে ওরা ওদের মতো করে উৎসব করছে। তবে কয়েক বছর পরে এই ঘটনা ওদের কুরে কুরে খাবে।’
ফাইনালে জয় নিশ্চিত করার পর ভারত জানিয়ে দিয়েছিল তারা নকভির কাছ থেকে পুরস্কার নেবে না। কই সঙ্গে অনুরোধ করেছিল, এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনি তাদের ট্রফি দিন। তবে এসিসি কর্তারা সেটি নিয়ে আলোচনা করে ফিরিয়ে দেন ভারতের অনুরোধ।
নকভি পুরস্কার দেওয়ার জন্য মাঠেই অপেক্ষা করছিলেন। তবে সেখানে যায়নি ভারতের ক্রিকেটাররা। শেষমেশ আর পদকই নেওয়া হয়নি ভারতের। পরে অবশ্য ট্রফি ছাড়াই উদযাপন করেছে ভারত।