সূর্যকুমার দু’বার আমার সঙ্গে হাত মিলিয়েছেন: আগা সালমান

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২
শেয়ার :
সূর্যকুমার দু’বার আমার সঙ্গে হাত মিলিয়েছেন: আগা সালমান

টসের সময় কিংবা ম্যাচের পর—ভারতের ক্রিকেটাররা কেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন না, সেটি নিয়ে পুরো এশিয়া কাপ জুড়েই ছিল বিতর্ক। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর বিস্ফোরক তথ্য দিলেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি দুইবার তার সঙ্গে হাত মিলিয়েছিলেন। 

গতকাল রবিবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সালমান দাবি করেন, সূর্যকুমার ব্যক্তিগতভাবে তার সঙ্গে করমর্দন করেছেন। কিন্তু ক্যামেরার সামনে আসার পর থেকেই আর হাত মেলাননি। শুধু একবার নয়, দুবার সালমানের সঙ্গে নাকি হাত মিলিয়েছিলেন সূর্যকুমার। 

সালমানের ভাষ্য, ‘প্রতিযোগিতার শুরুতে একবার ও (সূর্যকুমার) আমার সঙ্গে একান্তে করমর্দন করেছিল।’ দ্বিতীয় ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘পরে ম্যাচ রেফারির সঙ্গে বৈঠকের সময় আমাদের দেখা হয়েছিল। তখনও হাত মিলিয়েছিল।’

পাকিস্তান অধিনায়ক আরও বলেন, ‘যখনই ওরা ক্যামেরার সামনে চলে আসে, তখন আর আমাদের সঙ্গে হাত মেলায় না। আমি নিশ্চিত ওকে যা নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোই মেনে চলছে। যদি এটা ওর একার উপর নির্ভর করত, তা হলে নিশ্চয়ই আমার সঙ্গে করমর্দন করত।’

একই সংবাদ সম্মেলনে সালমান আরও বলেছেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এ সব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এ বার যা হয়েছে, খুব খারাপ।’