দুর্দান্ত জয়ে রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে বার্সা
ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। রোববার হ্যান্সি ফ্লিকের দল ঘুরে দাঁড়িয়ে পাওয়া এ জয়ে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
ম্যাচের শুরু থেকেই দারুণ আধিপত্য বিস্তার করে বার্সা। প্রথমার্ধের প্রথম আধঘণ্টায়ই তারা বল দখলে রাখে ৮৫ শতাংশের বেশি সময়, কয়েকবার লক্ষ্যভেদে শটও নেয়। কিন্তু খেলার ধারা বদলে দিয়ে ৩১তম মিনিটে এগিয়ে যায় অতিথি সোসিয়েদাদ। আন্দের বারেনেতসিয়ার পাস থেকে গোল করেন আলভারো ওদ্রিওসোলা।
গোল হজমের পর চাপ বাড়ায় স্বাগতিকরা। গোলরক্ষক আলেক্স রেমিরোর অসাধারণ সেভে ইগর সুবেলদিয়ার আত্মঘাতী ঠেকানো হয় বটে, তবে ৪৩তম মিনিটে আর রক্ষা হয়নি। মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেড করে সমতা ফেরান ফরাসি ডিফেন্ডার জুলে কুন্দে। বিরতিতে ১-১ সমতাতেই যায় দুদল।
দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। ৫৮তম মিনিটে রুনি বার্ডগির বদলে নামানো হয় ১৮ বছর বয়সী লামিন ইয়ামালকে। মাঠে নামার পরই ম্যাচে প্রাণ ফেরান তিনি। বক্সে ঢুকে চমৎকার দৌড়ে প্রতিপক্ষকে কাটিয়ে দেন দুর্দান্ত এক ক্রস; সেখান থেকে সহজেই হেড করে জাল খুঁজে নেন অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।
শেষ পর্যন্ত সেটিই হয় জয়সূচক গোল। যদিও পরবর্তীতে ইয়ামালের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৮৪তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দলই পান দারুণ সুযোগ—প্রথমে সোসিয়েদাদের তাকেফুসা কুবোর শট লাগে ক্রসবারে, আর পাল্টা আক্রমণে লেভান্ডভস্কির শটও একইভাবে বারের উপর দিয়ে ফিরে আসে।
এই জয় বার্সেলোনার অপরাজিত সূচনাকে আরও দীর্ঘায়িত করল। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট, এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আগের রাতে মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারের ফলেই পিছিয়ে পড়ে তারা।
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইর। মাদ্রিদ মঙ্গলবার কাজাখস্তানের কাইরাত আলমাটির মাঠে খেলবে। ইউরোপীয় প্রতিযোগিতায় না থাকায় সোসিয়েদাদের পরবর্তী ম্যাচ লা লিগায়—৫ অক্টোবর, প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।