এশিয়া কাপ ফাইনাল /

ভারতের বিপক্ষে পাকিস্তানের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২১
শেয়ার :
ভারতের বিপক্ষে পাকিস্তানের উড়ন্ত সূচনা

৪১ বছরের ইতিহাসে এই প্রথম এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। তবে সূর্যকুমার যাদবের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দারুণ সূচনা এনে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। 

প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৭। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর করা দশম ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। আরেক ওপেনার ফখর অপরাজিত আছেন ২১ বলে ২৫ রানে। 

পাওয়ার প্লেতে উইকেট না হারালেও রানের গতি অত বেশি ছিল না পাকিস্তানের। ৬ ওভার শেষে ৪৫ রান করে দলটি। তবে পাওয়ার প্লে শেষ হতেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন সাহিবজাদা। ৩৫ বলে ফিফটি আদায় করেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা পঞ্চম ও ভারতের বিপক্ষে দ্বিতীয়। 

এবার গ্রুপপর্ব ও সুপার ফোরে দুই দফা মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান, আর দু’বারই সহজ জয় পেয়েছে ভারত। তবে ক্রিকেটের চেয়ে এবার বেশি আলোচনায় এসেছে হাত না মেলানো, উত্তপ্ত বাক্যবিনিময় আর উসকানিমূলক অঙ্গভঙ্গি—যার শেকড় এই বছরের শুরুতে দুই দেশের সামরিক উত্তেজনায়।

পাকিস্তানের জন্য এশিয়া কাপ শিরোপা সাম্প্রতিক ব্যর্থতার দাগ মুছে দেবে। ভারতের বিপক্ষে তাদের রেকর্ড ভয়ংকর দুর্বল—১৫ টি–টোয়েন্টিতে ১২ হার। এশিয়া কাপে পাকিস্তান এখন পর্যন্ত মাত্র দু’বার চ্যাম্পিয়ন, যেখানে ভারত ৮ বার আর শ্রীলংকা ৬ বার শিরোপা জিতেছে।