একাই এশিয়া কাপ ট্রফির ফটোশ্যুটে পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬
শেয়ার :
একাই এশিয়া কাপ ট্রফির ফটোশ্যুটে পাকিস্তান অধিনায়ক

ফাইনালকে সামনে রেখে এশিয়া কাপের ট্রফি নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একাই ফটোশ্যুট করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। উপস্থিত হননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যদাব। যদিও ঐতিহ্যগতভাবে শিরোপা লড়াইয়ের আগে উভয় ফাইনালিস্ট দলের অধিনায়করা যৌথ ট্রফি শ্যুটে অংশ নেন।

পরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট গণমাধ্যমের কাছে স্পষ্ট করে জানিয়েছে, তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে ফটোশ্যুটে অংশগ্রহণের জন্য কোনো নির্দেশনা পাননি। যা টুর্নামেন্টে দুই দেশকে ঘিরে চলমান বিতর্কের আরও একটি উদাহরণ। 

এর আগে, গ্রুপপর্বের ম্যাচে টসের সময় ও ম্যাচশেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার দলের খেলোয়াড়রা। খেলা শেষে ভারতীয় খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে ড্রেসিং রুমে ফিরে দরজা বন্ধ করে দিয়েছিল।  

প্রসঙ্গত, ১৯৮৪ সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর এই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে এখনো পর্যন্ত ১১ বার ফাইনাল খেলে সবচেয়ে সফল দল ভারত। এর মধ্যে আটবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে, পাকিস্তান পাঁচবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে, দুবার জিতেছে এবং তিনবার রানার্সআপ হয়েছে।