ভারতীয় বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং পরামর্শক

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
শেয়ার :
ভারতীয় বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং পরামর্শক

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং পরামর্শক মিথুন মানহাজ। আজ রবিবার মুম্বাইয়ে বার্ষিক বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান মিথুন। এই পদে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এ পর্যন্ত আইপিএলের বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন বিসিসিআইয়ের নবনির্বাচিত এই সভাপতি। ২০১৭ সালে পাঞ্জাব কিংসে, ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ও ২০২২ সালে গুজরাট টাইটান্সের সহকারী কোচ ছিলেন তিনি। 

প্রশাসক হিসেবেও মানহাজের অভিজ্ঞতা আছে। জম্মু ও কাশ্মীর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপ-কমিটিতে রয়েছেন তিনি। যদিও তার খেলুড়ে জীবনের অধিকাংশই দিল্লি জার্সিতে। ২০১৫ সালে তিনি জম্মু ও কাশ্মীর দলে নাম লেখান।

বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিথুন। রজার বিনির স্থলাভিষিক্ত হলেন তিনি। আগস্টে রজার বিনি বাধ্যতামূলকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে কাজ সামলাচ্ছিলেন রাজিব শুক্লা। তিনি পেয়েছেন সহসভাপতির পদ, দেবাজিত সাইকিয়া সচিব পদেই বহাল রয়েছেন, প্রবাতেজ ভাটিয়া হয়েছেন যুগ্মসচিব। সাবেক ক্রিকেটার রগুরাম ভাট নিয়েছেন কোষাধ্যক্ষের পদ।

এদিকে, বোর্ডসভার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের নতুন নির্বাচকও বাছাই করা হয়েছে। পুরুষদের নির্বাচক কমিটিতে যোগ দিয়েছেনসাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ও আরপি সিং। নারী দলের প্রধান নির্বাচক হয়েছেন অমিতা শর্মা। তার সহকারী হিসেবে কাজ করবেন সুলাশানা নায়াক ও শ্রাবন্তী নাইডু।