ফাইনালে পাকিস্তানকে গাভাস্কারের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮
শেয়ার :
ফাইনালে পাকিস্তানকে গাভাস্কারের হুঁশিয়ারি

এশিয়া কাপ ফাইনালে ভারতীয় ব্যাটাররা পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি দিলেন সুনীল গাভাস্কার। এই কিংবদন্তি জানান, ভারতীয় ওপেনার অভিষেক শর্মা দলের বেশিরভাগ রান করেছেন, তবে অন্য ব্যাটাররা ধারাবাহিকতায় কিছুটা সমস্যায় পড়েছেন।

রোববার ফাইনালের আগে ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার শুমমান গিল, সুর্যকুমার যাদব, তিলক বর্মা, সাঞ্জু সামসন ও হার্দিক পান্ডিয়াদের ব্যাটিংয়ে আস্থা প্রকাশ করেছেন এবং বলেছেন যে বড় ইনিংস যে কোনো একজনের কাছ থেকে আসতে পারে।

তিনি বলেছেন, ‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়তে পারে। সুর্যকুমার যাদব রান করার অপেক্ষায় আছেন, তিলক বর্মা, সাঞ্জু সামসন এবং হার্দিক পান্ডিয়াও। শুভমান গিল ভালো ব্যাটিং করেছেন, তবে সাম্প্রতিক সময়ে আমরা যা বড় স্কোর আশা করেছি তা এখনো দেখাতে পারেননি। আমাদের ব্যাটিংয়ে প্রচুর বিকল্প আছে, তাই খুব বেশি চিন্তা করার কিছু নেই।’

অভিষেক ফাইনালে সেঞ্চুরিও করতে পারেন বলে মনে করেন গাভাস্কার। এই ওপেনার ইতিমধ্যেই কয়েকবার সেঞ্চুরি মিস করেছেন।

তিনি যোগ করেন, ‘বিশেষ করে অভিষেক শর্মা সুযোগগুলো হাতছাড়া করবে না। তিনটি অর্ধশতক নিয়ে তিনি ভালো ফর্মে আছে। একটি দুঃখজনক রান-আউটের কারণে সম্ভাব্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে, তবে সে সম্ভবত আরও একটি বড় ইনিংস খেলতে চাইবে—সম্ভবত তিন অঙ্কের স্কোরও।’

গ্রুপ পর্বের তুলনায়, অভিষেক সম্প্রতি পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে যথাক্রমে ৭৪, ৭৫ এবং ৬১ রান করেছেন এবং তার দারুণ আক্রমণাত্মক ব্যাটিং দেখিয়েছেন।