গোল পাননি মেসি, জয় পায়নি মায়ামি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬
শেয়ার :
গোল পাননি মেসি, জয় পায়নি মায়ামি

লিওনেল মেসির টানা গোল করার ধারা থেমে গেল। একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গোলের দেখা পাননি তিনি, কারণ বারবার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন টরোন্টো গোলরক্ষক শন জনসন। আর্জেন্টাইন তারকার খরার ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার ১-১ গোলের ড্র করেছে ইন্টার মায়ামি ও টরোন্টো এফসি।

৩৮ বছর বয়সী মেসি এই ম্যাচে নামেন টানা তিন ম্যাচে পাঁচ গোল করার দুর্দান্ত ফর্ম নিয়ে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন তাদেও আয়েন্দে, জর্দি আলবার ক্রসে দারুণ এক হেডে।

তবে ৬০ মিনিটে মায়ামির ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে কাছ থেকে গোল করেন জর্জি মিহাইলোভিচ, সমতায় ফেরায় টরোন্টো। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মায়ামি। মেসির বেশ কিছু শট ফিরিয়ে দেন জনসন।

এই ড্রয়ের পরও লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই আছেন মেসি—২৩ ম্যাচে তার গোলসংখ্যা ২৪।