পাকিস্তানের বিপক্ষে ফাইনালে কি খেলতে পারবেন অভিষেক-হার্দিক

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫
শেয়ার :
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে কি খেলতে পারবেন অভিষেক-হার্দিক

এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তবে শিরোপার লড়াইয়ে দলের অন্যতম সেরা দুই পারফরমার অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়াকে পাওয়া নিয়ে শঙ্কা জাগছে ভারত শিবিরে। 

শুক্রবার শ্রীলংকার ইনিংসের সময় মাত্র এক ওভার বল করার পর হার্দিক বাম হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে হঠাৎ করেই মাঠ ছাড়েন। এরপর আর মাঠে ফেরেননি তিনি। 

বিষয়টি নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ মরনে মরকেল বলেন, ‘হার্দিকের ক্র্যাম্প ছিল। আজ রাতে এবং আগামীকাল সকালে তার পরীক্ষা করা হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব।’

এদিকে, অভিষেক শর্মা নবম ওভারে দৌড়ানোর সময় অস্বস্তি পেয়ে ডান উরুতে হাত চেপে ধরেন। শেষমেশ দশম ওভারে তিনি মাঠই ছেড়ে চলে যান। হার্দিকের মতো অভিষেকও ক্র্যাম্প কমাতে বরফ এবং আচারের রস দিয়ে চিকিৎসা করান এবং ইনিংসের বাকি সময় মাঠের বাইরে কাটান।

এই দুজনের বিকল্প ফিল্ডার হিসেবে রিংকু সিং, শিভাম দুবে এবং জিতেশ শর্মা ফিল্ডিংয়ে নামেন। 

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি সুপার ওভারে গড়ানোয় ফাইনালের আগে ভারতের বিশ্রামের সময় কম। মরকেল জোর দিয়ে বলেন, এই সময়ে অনুশীলনের চেয়ে বিশ্রামের ওপরই মনোযোগ দেওয়া উচিত। সেরে ওঠার সর্বোত্তম উপায় হলো ঘুমানো এবং পা নাড়ানো। আশা করি তারা রাতের ভালো ঘুম পাবে।