মাঠে আঘাত পেয়ে আর্সেনালের সাবেক ফুটবলারের মৃত্যু
মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে মারা গেছেন আর্সেনালের যুব দলের সাবেক ফুটবলার বিলি ভিগার। তিনি সবশেষ চিচেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী ভিগার, যিনি আগে আর্সেনালের যুব দলে খেলেছেন, গত সপ্তাহান্তে উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির মাঠে অনুষ্ঠিত ইস্টমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে বল রাখার চেষ্টা করার সময় কংক্রিটের দেয়ালে আঘাত পান।
হাসপাতালে নেওয়া হলে তাকে ইন্ডিউসড কোমায় রাখা হয়। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়। তবে বৃহস্পতিবার সকালে ভিগার মারা যান।
চিচেস্টার সিটি ক্লাব সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিলি ভিগারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। এই কঠিন সময়ে তার পরিবারের ব্যক্তিগত বিষয় রক্ষা করার অনুরোধ করছি। বিশ্রাম নিন, বিলি। চিরকাল চিচেস্টার সিটি ফুটবল ক্লাবের সকলের হৃদয়ে থাকবেন।’
ভিগারের মৃত্যুর কারণে শনিবারের লুইসের বিপক্ষে চিচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়েছে।
বিলি ভিগার আর্সেনাল ছাড়ার আগে কখনো সিনিয়র দলে খেলেননি। তিনি ডার্বি অনূর্ধ্ব-২১, হেস্টিংস ও ইস্টবর্ন দলে ধারে খেলেছেন।