সুপার ওভারে রান আউট হয়েও যে কারণে বেঁচে যান শ্রীলংকান শানাকা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩
শেয়ার :
সুপার ওভারে রান আউট হয়েও যে কারণে বেঁচে যান শ্রীলংকান শানাকা

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে সুপার ওভারে মাঠে নামেন শ্রীলংকার অলরাউন্ডার দাসুন শানাকা। যেখানে বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের চতুর্থ বলে আউটের আবেদন ওঠে। বাংলাদেশের অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ক্যাচ আউট দেন।

শানাকা সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বলের সঙ্গে ব্যাটের কোনো সংযোগ হয়নি। ফলে থার্ড আম্পায়ার তাকে ‘নট আউট’ ঘোষণা করেন। তবে এখানেই তৈরি হয় বিভ্রান্তি। কারণ আউট ঘোষণার সময় শানাকা রান আউটও হয়ে যান। তাই অনেকের মতে, ক্যাচ না হলেও তাকে রান আউট দেওয়া উচিত ছিল।

কিন্তু নিয়ম অনুযায়ী, প্রথম সিদ্ধান্ত যেহেতু ছিল ‘ক্যাচ আউট’, সেটিই বলকে ডেড ঘোষণা করে। অর্থাৎ রিভিউ সফল হলেও রান আউট কার্যকর হয়নি। এভাবেই বেঁচে যান শানাকা।

তবে ভাগ্যের এই বাড়তি সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পরের বলেই বড় শট খেলতে গিয়ে তৃতীয় ম্যান এলাকায় জিতেশ শর্মার হাতে ধরা পড়েন শ্রীলংকার সাবেক অধিনায়ক।

ফলে সুপার ওভারে শ্রীলঙ্কা খেলতে পারে মাত্র ৫টি বল, সংগ্রহ ২ রানেই থেমে যায়, দুই ব্যাটার ফেরেন সাজঘরে।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান। প্রথম বলেই সেই রান তুলে নিয়ে শ্রীলংকাকে উড়িয়ে দেয় সুর্যকুমার যাদবের দল। এশিয়া কাপে এটি ভারতের টানা ষষ্ঠ জয়।

আগামী রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইতোমধ্যেই টুর্নামেন্টে পাকিস্তানকে দুইবার হারিয়েছে ভারত।