বিশ্বকাপের ভেন্যু বদলে ফেলতে চান ট্রাম্প

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩
শেয়ার :
বিশ্বকাপের ভেন্যু বদলে ফেলতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের যেসব শহরকে তিনি অনিরাপদ মনে করবেন, সেখান থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হবে।

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই আসরে ৪৮ দলের মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টির আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ফাইনালও হবে যুক্তরাষ্ট্রে।

এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ১১টি শহর নির্ধারণ করেছে ফিফা। আয়োজক সংস্থা হিসেবেই বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের সম্পূর্ণ ক্ষমতা ফিফার হাতে। ফলে এখন শহর পরিবর্তন করতে হলে তা হবে একটি বড় ধরনের লজিস্টিক জটিলতা। ট্রাম্প আদৌ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন কি না, সেটিও পরিষ্কার নয়। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যানও।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপের জন্য নিরাপদ পরিবেশ থাকবে। তবে যদি কোথাও আমার মনে হয় নিরাপদ নয়, আমরা ম্যাচ অন্য শহরে সরিয়ে নেব।’

যুক্তরাষ্ট্রের যে ১১টি শহর ম্যাচ আয়োজন করবে, সেগুলো হলো: আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক/নিউজার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল।

বিশেষভাবে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত সিয়াটল ও সান ফ্রান্সিসকো শহরকে ঘিরে প্রশ্ন ওঠে, যেখানে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা। লস অ্যাঞ্জেলেসের কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরটিই ২০২৮ অলিম্পিক আয়োজন করবে এবং বিশ্বকাপে আটটি ম্যাচ আয়োজিত হবে সেখানে।

ট্রাম্প বলেন, ‘যদি মনে করি কোনো শহর সামান্যতম অনিরাপদও, আমরা সেখানে বিশ্বকাপ হতে দেব না। প্রয়োজনে ম্যাচ অন্য শহরে সরিয়ে নেব। বিশেষ করে বিশ্বকাপ যেহেতু এতগুলো শহরে হচ্ছে, সেক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।’