সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে মানা
ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য নিয়ে আইসিসির কাছে অভিযোগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের শুনানির পর সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে মানা করে দিয়েছে আইসিসি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে হাজিরা দেন সূর্যকুমার। ভারত অধিনায়ককে রিচার্ডসন জানিয়ে দেন, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে ব্যাখ্যা করা যায় বা ফুটিয়ে তোলা যায় কিংবা রূপ দেওয়া যায়, এমন কোনো কিছু বলা যাবে না।
শোনা গিয়েছিল, গ্রুপপর্বে পাকিস্তানের সঙ্গে জয়ের পর পুরস্কার বিতরণীতে সূর্যকুমারের মন্তব্য নিয়ে আপত্তি ছিল পিসিবির। ভারতীয় অধিনায়ক তাদের জয় উৎসর্গ করেছিলেন দেশের সশস্ত্র বাহিনীকে ও একাত্মতা ঘোষণা করেছিলেন তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্ত সবাই ও তাদের পরিবারের সঙ্গে।
এবার জানা গেল, ওই ম্যাচের সংবাদ সম্মেলনে সূর্যকুমারের মন্তব্য নিয়ে পিসিবির মূল আপত্তি ছিল। সেখানে সম্মেলনেো সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করা ও পেহেলগাম হামলায় আক্রান্তদের নিয়ে নানা কথা বলেছেন ভারতীয় অধিনায়ক। এক পর্যায়ে তিনি ‘অপারেশন সিদুঁর’ কথাটিও উল্লেখ করেন, যেটা সরাসরি রাজনৈতিক হয়ে গেছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন জানাচ্ছে, পিসিবির বড় আপত্তি ছিল সেটিতেই।