হারের পর কাদের দোষ দিলেন অধিনায়ক জাকের

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯
শেয়ার :
হারের পর কাদের দোষ দিলেন অধিনায়ক জাকের

১৩৫ রানে আটকে রেখেও পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। তাতে ফাইনালের স্বপ্নও ভেস্তে যায় টাইগারদের। ইনজুরির কারণে ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ফলে পাকিস্তানের বিপক্ষেও অধিনায়কের দায়িত্বটা ছিল জাকের আলির ওপর। অধিনায়ক নিজেও ছিলেন ব্যর্থ। 

হারের জন্য জাকের দায়ী করেছেন ব্যাটারদেরই, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগের হিসাবে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। গতকাল (বুধবার) ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে, একইভাবে আজকেও।’

অধিনায়ক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’

ব্যাটাররা ব্যর্থ হলেও দুর্দান্ত বল করেছেন তাসকিন আহমেদ-রিশাদ হোসেনরা। বিশেষ করে প্রথম ১০ ওভারে। বোলারদের প্রশংসা করে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আমাদের বোলাররা (গর্বিত করেছে), বিশেষ করে রিশাদ-সাইফের কথা বলব। পুরো টুর্নামেন্টে সাইফ হাসানের ব্যাটিং অনেক ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন জোগাতে পারিনি। আর এই টুর্নামেন্টে আমাদের বোলাররা অনেক ভালো খেলেছে।’