ইউরোপিয়ান ফুটবলে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েল!

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩
শেয়ার :
ইউরোপিয়ান ফুটবলে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েল!

ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা খুব শিগগির ইসরায়েলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করতে পারে। উয়েফার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘আমাদের ধারণা, উয়েফার শীর্ষ নেতৃত্ব এবার কোনো পদক্ষেপ নিতে চায়। এখনো কিছু নিশ্চিত হয়নি, তবে এক মাস আগের তুলনায় অনেক দেশের পক্ষ থেকে নতুন চাপ তৈরি হয়েছে।’

এশিয়ার দেশ হলেও ইসরায়েল ফুটবল খেলে ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে। বর্তমানে উয়েফা আয়োজিত বিশ্বকাপ বাছাইয়ে খেলছে তারা। সেখানে নিজেদের গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ইসরায়েল। গ্রুপে শীর্ষে থাকা নরওয়ের চেয়ে তারা ৬ পয়েন্ট পিছিয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর দ্বিতীয় দল খেলবে প্লে-অফে।

সেক্ষেত্রে বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে ইসরায়েলেরও। তবে জাতিসংঘের তদন্ত কমিশনের রিপোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ইউক্রেনে হামলার কারণে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে রাশিয়া অংশগ্রহণ করতে পারছে না। তাই ইসরায়েলকেও নিষিদ্ধ করার চাপ আছে। যেমন- জাতিসংঘের একদল বিশেষজ্ঞ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে খেলাধুলায় নিষেধাজ্ঞার দাবি তোলেন।

যদিও ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল হতে দেবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো চেষ্টা যেন সফল না হয়, সে জন্য আমরা অবশ্যই কাজ করব।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় অন্তত ৬৫ হাজার ৪১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার পর থেকেই ইসরায়েলকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। আগামী সপ্তাহের বিষয়টি নিয়ে উয়েফা ভোটাভুটি করতে পারে।