থামছে বুসকেতসের দেড় যুগের পথচলা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬
শেয়ার :
থামছে বুসকেতসের দেড় যুগের পথচলা

২০০৮ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয়েছিল স্প্যানিশ তারকা সের্হিয়ো বুসকেতসের। পেশাদার ফুটবলে প্রায় দেড় যুগের পথচলার পর অবশেষে থামছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন বুসকেতস।

বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী বুসকেতস। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলার সময় আমার চলে এসেছে। যেটির স্বপ্ন সবসময় দেখেছিলাম, সেই অবিশ্বাস্য গল্প উপভোগের প্রায় ২০ বছর হয়ে গেল। দুর্দান্ত সব জায়গায় অনন্য সব অভিজ্ঞতা আমাকে উপহার দিয়েছে ফুটবল, পথচলায় পেয়েছি অসাধারণ সব সঙ্গী।’

স্পেন ও বার্সেলোনাকে অনেক অর্জন এনে দেওয়া বুসকেতস আরও বলেন, ‘খুবই খুশি মনে, গর্ব নিয়ে, পূর্ণ হয়ে এবং সবকিছুর ওপর, কৃতজ্ঞতা নিয়ে অবসরে যাচ্ছি আমি। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে শিগগিরই।’

বার্সেলোনার হয়ে অভিষেকের পর বুসকেতস খেলেছেন ৮০০’র বেশি ক্লাব ম্যাচ এবং ১৪৩টি আন্তর্জাতিক ম্যাচ। শিরোপার ঝুলিতে আছে ৩৬টি ট্রফি, যার মধ্যে আছে নয়টি লা লিগা শিরোপা, তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০১০ বিশ্বকাপ। পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার হয়ে মিডফিল্ডে নতুন ধারা তৈরি করেছিলেন তিনি।

বার্সেলোনা ছেড়ে ২০২৩ সালে শৈশবের বন্ধু লিওনেল মেসির সঙ্গে যোগ দিতে বুসকেটস নাম লেখান ইন্টার মায়ামিতে। বিদায়ী বার্তায় তিনি কৃতজ্ঞতা জানান বার্সেলোনা, স্পেন জাতীয় দল, ইন্টার মায়ামি, সতীর্থ ও সমর্থকদের প্রতি। বিশেষ ধন্যবাদ দেন স্ত্রী এলেনা গালেরা এবং সন্তানদের।