দারুণ জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬
শেয়ার :
দারুণ জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

চলতি মৌসুম অদম্য গতিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা একটু পিছিয়ে পড়লেও গতকাল রাতে দারুণ জয়ে ব্যবধান কমিয়েছে। গোলরক্ষকের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ার পর একপর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কাও ছিল কাতালানদের। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ওবিয়েদোকে ৩-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। 

প্রথম ছয় ম্যাচের সবকয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগায় সবার ওপরে এখনো রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক ড্র ও পাঁচ জয়সহ বার্সেলোনার পয়েন্ট ১৬। তালিকার দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা। 

রিয়াল ওবিয়েদোর বিপক্ষে গতকাল রাতে ৮০ শতাংশ বলই দখলে রাখে বার্সেলোনা। এর মধ্যে গোলের জন্য শট নেয় ২২টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে, সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে ওবিয়েদো। প্রতিপক্ষের মাঠে আলবের্তো রেইনার দর্শনীয় গোলে এদিন পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া। বদলি নেমে রবের্ত লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জালের দেখা পান রোনাল্দ আরাউহো।

বার্সেলোনা প্রথমে গোল হজম করে গোলরক্ষক হোয়ান গার্সিয়ার চরম ভুলে। বক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দেন গার্সিয়া। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা।

সমতায় ফিরতে ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। ডিফেন্ডার এরিক গার্সিয়া দারুণ এক গোল আদায় করেন। ৬৫তম মিনিটে বদলি হিসেবে নামেন লেভানদোভস্কি। ৭০তম মিনিটে ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কাছের পোস্টে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে তৃতীয় গোল দেন আরাউহো। তাতে নিশ্চিত হয় জয়।