বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, টিএসসিতে উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬
শেয়ার :
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, টিএসসিতে উচ্ছ্বাস

চলছে এশিয়া কাপ, সারা দেশে ক্রিকেট প্রেমীদের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনাকে আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস-উদ্দীপনা বেড়েছে কয়েকগুণ।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে দেখা যায়, দলবেঁধে আনন্দমুখর পরিবেশে ক্রিকেট খেলা উপভোগ করছেন বিভিন্ন বয়সের তরুণ-তরুণীরা।

বিশেষ করে সন্ধ্যার পরে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিটি চার ছক্কা কিংবা আউটের পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন টাইগার সমর্থকরা।

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠেয় ম্যাচটিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত- ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ মাত্র ৪৭ রান, আর তাতে নেই ৪ উইকেট।

সাহিবজাদা ফারহানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটে সেঞ্চুরি পেলেন তাসকিন আহমেদ। আগের বলেই ৪ মেরে রানের খাতা খোলা সাহিবজাদা স্কয়ার ড্রাইভ করতে গিয়ে বলটা উঠিয়ে দেন রিশাদের হাতে। ৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এক ম্যাচ পর দলে ফিরিয়েই প্রথম ওভারে উইকেট পেয়ে গেলেন মেহেদী হাসান। বাংলাদেশের অফ স্পিনার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফিরিয়েছেন ফর্ম হারিয়ে ফেলা সাইম আইয়ুবকে। তিন বলে শূন্য রানে ফেরা সাইমও ক্যাচ দিয়েছেন রিশাদকে, এবার মিড অনে। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে এটি সাইমের চতুর্থ শূন্য। প্রথম তিন ম্যাচেই শূন্য রানে ফিরিছিলেন তিনি। ৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

তাসকিন আহমেদ ও মেহেদী হাসানের মতো নিজের প্রথম ওভারে উইকেট পান রিশাদ হোসেনও। বাংলাদেশের লেগ স্পিনারের শিকার হন ফখর জামান। ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ২১ বলে ১৩ রান করা ফখর। ২৯ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। 

নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পান রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার হুসেইন তালাতকে সাইফ হাসানের ক্যাচ বানিয়েছেন। সামনে এগিয়ে এসে মাটির সামান্য ওপর থেকে ক্যাচটি নিয়েছেন সাইফ। ৩৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। এই তিনজনের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদি হাসান। তবে একই একাদশ নিয়ে খেলছে পাকিস্তান।

জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমি ফাইনালে পরিণত হয়েছে।