তামিমের বিরুদ্ধে সেই ‘রহস্যময় আপত্তি’ আমলে নেয়নি নির্বাচন কমিশন

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১
শেয়ার :
তামিমের বিরুদ্ধে সেই ‘রহস্যময় আপত্তি’ আমলে নেয়নি নির্বাচন কমিশন

ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হিসেবে তামিম ইকবালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গতকাল এক ‘রহস্যময় আপত্তি’ জমা দেওয়া হয় নির্বাচন কমিশনে। তবে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের শুনানিতে অভিযোগকারীই উপস্থিত হননি। শেষ পর্যন্ত তামিমের বিরুদ্ধে এই অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন। আপাতত তাই তামিমের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। 

তামিমের বিরুদ্ধে অভিযোগটি মূলত জমা পড়েছিল কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত চিঠিতে। যদিও গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি জানিয়ে দেন, এই অভিযোগ তিনি করেননি। এই ব্যাপারে কিছুই জানেন না তিনি। 

আজ সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন জানান, সেই অভিযোগপত্র তারা আমলে নেননি। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চিঠিটি পেয়েছি। তবে, যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। সুতরাং, আমরা তাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি এবং এই আপত্তিটি আর আমলে নেব না।’

এদিকে, তামিম আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিসিবি নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতে নানামুখী চেষ্টার অংশ হিসেবেই এই অভিযোগ করা হয়েছে।