এত ক্যাচ মিস হওয়ার কারণ জানালেন বরুণ
চলমান এশিয়া কাপে প্রতিটি দলই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হচ্ছে- ক্যাচ ফেলা। দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য সুনাম থাকা ভারত এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গতকাল সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেই ৫টি ক্যাচ ছেড়েছে ভারত! হঠাৎ কোনো একটি টুর্নামেন্টে এত ক্যাচ ফেলার নেপথ্যে কী আছে, সেটিই খুঁজছেন ক্রীড়াপ্রেমীরা।
গতকাল রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বলেই বাংলাদেশের একাধিক ক্যাচ ছেড়েছে ভারত। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বরুণ জানালেন, দুবাই স্টেডিয়ামের আলোর জন্যই ক্যাচ নিতে সমস্যা হচ্ছে। তবে তিনি এটি মনে করিয়ে দিলেন, ‘এই পর্যায়ে খেলতে নামলে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। যে সুযোগগুলো আসছে নিঃসন্দেহে ওগুলো ক্যাচ ধরতে হবে। আমরা ফাইনাল খেলা এবং ট্রফি জেতার জন্য মাঠে নামছি। জিততে গেলে ক্যাচ তো নিতেই হবে।”
অন্যান্য মাঠে ফ্লাডলাইটের জন্য স্তম্ভ থাকলেও, দুবাইয়ে স্টেডিয়ামের ছাদের সঙ্গে লাগানো রয়েছে আলো। ফলে ওপরের দিকে তাকালে আগুনের গোলক বলে মনে হতে পারে। এই কারণে স্টেডিয়ামের আলোকে ‘রিং অফ ফায়ার’ও বলা হয়। ক্যাচ ফস্কানোর নেপথ্যে এই আগুনের গোলককেই দায়ী করেছেন বরুণ। তিনি বলেছেন, ‘মাঝেমাঝে ওই আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সমস্যা হয়। তবে এর সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে।’
এত ক্যাচ ছাড়ার কারণে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপের কাছে কথা শুনতে হবে বলেও জানালেন বরুণ, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দলটা বেছে নেওয়া হয়েছে। ফিল্ডিংয়ে অনেক উন্নতি করতে হবে আমাদের। নিশ্চিতভাবেই ফিল্ডিং কোচ অনেক কথা শোনাবেন আমাদের। আগের ম্যাচের পর বিশেষ কিছু বলেননি। এই ম্যাচের পর ছেড়ে দেবেন না।’