পরিবর্তন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০
শেয়ার :
পরিবর্তন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। গতকাল বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক নাম পরিবর্তন করা হলো এক যুগেরও বেশি সময় পর। ২০১১ সাল থেকে ‘বিপিএল’ নামে অনুষ্ঠিত হয়ে আসছিল প্রিমিয়ার লিগ ফুটবল। তার আগে এই লিগের নাম ছিল ‘বি লিগ’। 

জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হওয়ায় ফুটবলের প্রিমিয়ার লিগ নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান ক্রীড়াপ্রেমীরা। তাই ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নামকরণ করা হয়েছে। গতকাল তাই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন।