জাদেজাকে নতুন দায়িত্ব দিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২
শেয়ার :
জাদেজাকে নতুন দায়িত্ব দিয়ে ভারতের টেস্ট দল ঘোষণা

ইংল্যান্ড সফরের সময় চোট পেয়েছিলেন ভারতের টেস্ট দলের নিয়মিত সহ-অধিনায়ক রিশাভ পান্ত। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না তিনি। তাই অধিনায়ক শুভমান গিলের সঙ্গে রবীন্দ্র জাদেজাকে সহ-অধিনায়ক করে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এই প্রথম ভারত টেস্ট দলের সহ-অধিনায়ক হলেন জাদেজা। 

১৫ সদস্যের এই দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটার নারায়ণ জাগদেশান। দলে ফিরেছেন অক্ষর প্যাটেল আর দেবদূত পাডিক্কালও। 

এদিকে ইংল্যান্ড সফরে থাকলেও খেলার সুযোগ হয়নি অভিমন্যু ইশ্বরন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা হয়নি তার। বাদ পড়েছেন ইংল্যান্ড সফর দিয়ে দীর্ঘ আট বছর জাতীয় দলে ফেরা করুণ নায়ারও। ওই সিরিজে ৮ ইনিংসে এক ফিফটিতে করুণ রান করতে পারেন কেবল ২০৫। ওই সিরিজ থেকে আরও বাদ পড়েছেন আকাশ দীপ, আনশুল কম্বোজ, আর্শদীপ সিং ও শার্দূল ঠাকুর। 

আগামী রবিবার শেষ হবে চলমান এশিয়া কাপ। এর তিনদিন পরই ২ অক্টোবর আহমেদাবাদে শুরু প্রথম টেস্ট। দিল্লিতে দ্বিতীয় ম্যাচ শুরু ১০ অক্টোবর।

উইন্ডিজ সিরিজে ভারত দল: শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শান, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নারায়ণ জাগদেশান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মেদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।