অভিষেক ঝড় সামলে ভারতকে ১৬৮ রানে আটকে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪
শেয়ার :
অভিষেক ঝড় সামলে ভারতকে ১৬৮ রানে আটকে রাখল বাংলাদেশ

প্রথম ৩ ওভার দেখে-শুনে শুরু করলেও এরপর বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন অভিষেক শর্মা। ৭৫ রান করার পর সেই ঝড় থামলে ম্যাচের লাগাম হাতে পায় বাংলাদেশ। তাতে শেষ পর্যন্ত ভারতকে আটকে রাখা যায় ১৬৮ রানেই। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের প্রথম ২ ওভার ও নাসুম আহমেদের প্রথম ওভার দেখেশুনেই খেলে ভারত। এই সময়ে আসে মাত্র ১৭ রান। এরপরই ঝড় শুরু করেন অভিষেক ও শুভমান গিল। পাওয়ার প্লের বাকি ৩ ওভারে এই দুজন করেন ৫৫ রান। সপ্তম ওভারে রিশাদ হোসেনের বলে ১৯ বলে ২৯ রান করে গিল আউট হলে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। 

গিল আউট হওয়ার কিছুক্ষণ পর রিশাদের বলে ফেরেন শিভাম দুবেও। তবে ধ্বংসাত্মক ব্যাটিং চালিয়ে যান অভিষেক। শেষমেষ ১১তম ওভারে ফেরেন এই ওপেনার। তবে বাংলাদেশের কোনো বোলার তাকে আউট করতে পারেননি। রান আউটে কাটা পড়েন তিনি। তার আগে অবশ্য কাজের কাজটি করে দিয়ে যান। খেলেন ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস। 

অভিষেক আউট হওয়ার পর ভারতের রান তোলার গতিও থমকে যায়। সূর্যকুমার যাদব-তিলক ভার্মারা দুই অঙ্কের রান স্পর্শ করতে ব্যর্থ হন। এই দুজনকে ফেরান দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তবে শেষদিকে ভারতকে বড় পুঁজি এনে দেয় হার্দিক পান্ডিয়ার ব্যাটিং। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৩৮ রান করেন তিনি। স্লথ ব্যাটিংয়ে ১৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। তাতে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানে থামে ভারত। 

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ। ৩ ওভারে তিনি খরচ করেন ২৭ রান। একটি করে উইকেট নেন তানজিম, মোস্তাফিজ ও সাইফউদ্দিন। ২ ওভারে ৭ রান দিয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার অবশ্য সাইফ হাসান।