খেলছেন না লিটন, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনুশীলনের সময় চোট পাওয়ায় অধিনায়ক লিটন দাসকে নিয়ে শঙ্কা আগেই ছিল। সত্যি হলো সেটিই। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় আজ টস করতে এসেছেন জাকের আলি। টসভাগ্য ভালোই তার। প্রথমবারেই টসে জিতেছেন এই ফিনিশার। পরে টুর্নামেন্টের অলিখিত নিয়ম অনুযায়ী বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠেয় এই ম্যাচে ৪টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। লিটন ছাড়াও এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে, পাকিস্তানকে হারানোর একই দল নিয়ে মাঠে নামছে ভারত।
শ্রীলংকার বিপক্ষে জয় আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশকে, কিন্তু শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পাকিস্তান ইতিমধ্যেই দুই ম্যাচে লড়াই করতে পারেনি। পরিসংখ্যানও কথা বলছে ভারতের হয়ে।
এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি ১৭টি টি-টোয়েন্টির মধ্যে ১৬টিতেই জয় ভারতের। বাংলাদেশের জয় কেবল একটিতে। সর্বশেষ হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে সাঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে বাংলাদেশকে ১৩৩ রানে উড়িয়ে দিয়েছিল তারা। তবে এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দলের ১৫ দেখায় ভারত জয় পেয়েছে ১৩ বার, বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচে।
টাইগারদের জন্য সামান্য হলেও আশা জাগায় গত আসরের স্মৃতি। ২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। যদিও তখন ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল।
দুই দলের একাদশ
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।