শাহিনের ভাবনায় শুধুই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯
শেয়ার :
শাহিনের ভাবনায় শুধুই বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও ওমান ও আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। সুপার ফোরে আবার প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকেন সালমান আলি আগারা। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ তাই তাদের বাঁচা-মরার পরীক্ষা। 

এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই পাকিস্তানের সামনে। দলটির মূল পেসার শাহিন আফ্রিদির ভাবনায়ও তাই শুধুই বাংলাদেশ। 

আগামীকাল রাত সাড়ে আটটায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শাহিন বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে। এই মুহূর্তে আমাদের সব মনোযোগ বাংলাদেশের দিকে, কীভাবে আমরা তাদের হারাতে পারি।’

বাংলাদেশের ব্যাপারে বেশ সতর্ক শাহিন, ‘বাংলাদেশ ভালো দল, সম্প্রতি তারা খুব ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকে দিতেই হবে, সুযোগ দেওয়া যাবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং- তিন বিভাগেই ভালো খেলতে হবে।’ 

সম্প্রতি ভারতের অধিনায়ক সূর্যকুমার মন্তব্য করেন, ভারত-পাকিস্তান লড়াই আর তুলনা করার জায়গায় নেই। বিষয়টি নিয়ে শাহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা তার মতামত, বলতে দিন। আমরা যখন (রোববার সম্ভাব্য ফাইনালে) মুখোমুখি হব, তখন দেখা যাবে কী হয়, কী না হয়। আমরা এখানে এসেছি এশিয়া কাপ জিততে, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’