নিজ দেশ ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয়ের উপায় বললেন মাঞ্জরেকার
গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে কিছুক্ষণ পরই নামছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে রাত সাড়ে আটটায় টাইগাররা লড়বে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে। এই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। তাই কৌশলের বিকল্প নেই লিটন দাসদের। কিছুটা কৌশল শিখিয়ে দিয়েছেন ভারতেরই সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার।
চলতি টুর্নামেন্টে ভারত এখনো অজেয়। গ্রুপপর্বে পাকিস্তান, ওমান ও হংকংকে রীতিমতো উড়িয়ে দেওয়া দলটি সুপার ফোরেও পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে। সব বিভাগই আছে ফর্মে। তবে এমন ভারতকেও বাংলাদেশের পক্ষে হারানো সম্ভব বলে মনে করেন মাঞ্জরেকার।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতকে হারানো অসম্ভব না, বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের।’
নিজ দেশের শক্তিমত্তা আর দুর্বলতাও তুলে ধরেন মাঞ্জরেকার, ‘ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদীপ-বরুণদের দেখে খেলা। পেসারদের ওপর চড়াও হওয়া উচিত। হার্দিক-দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশি বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া। আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়।’