গাভিকে নিয়ে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
শেয়ার :
গাভিকে নিয়ে বড় দুঃসংবাদ

বার্সেলোনার অন্যতম তরুণ তারকা পাবলো গাভিকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে বার্সেলোনা। হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে মৌসুমের বড় একটা সময়ে তাকে পাবে না কাতালানরা। তার সেরে উঠতে চার থেকে পাঁচ মাস লেগে যাবে। 

গতকাল মঙ্গলবার গাভিকে নিয়ে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বার্সেলোনা। গত বছরের নভেম্বরে হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসি‌এল) ছিড়ে গিয়েছিল এই মিডফিল্ডারের। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচ খেললেও গত আগস্টে অনুশীলনের সময় আবারও হাঁটুতে চোট পান ২১ বছরের এই তারকা। 

লা লিগায় চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে হান্সি ফ্লিকের দল। শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে পাঁচ পয়েন্টে, যদিও শাবি আলোন্সোর দল তাদের চেয়ে ম্যাচ একটি বেশি খেলেছে। আগামীকাল বৃহস্পতিবার রিয়াল ওবেইদোর বিপক্ষে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল।