সেরা দশে মোস্তাফিজ, ১৩৩ ধাপ এগোলেন সাইফ

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
শেয়ার :
সেরা দশে মোস্তাফিজ, ১৩৩ ধাপ এগোলেন সাইফ

চলতি এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স এখনো পর্যন্ত মন্দ নয়। গ্রুপপর্বে শ্রীলংকার কাছে হারলেও আফগানিস্তান ও হংকংকে হারিয়ে পৌঁছে গেছে সুপার ফোরে। সেখানে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে শ্রীলংকাকে। দলের সামগ্রিক এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়েও। 

আজ বুধবার প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিং হালনাগাদে দেখা যায় শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন সাইফ হাসান। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে তার স্থান ৮১তম। সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে লড়াইয়ে রান তাড়ায় ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রান করেন সাইফ। পরে হন ম্যাচসেরাও। 

এদিকে, টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সেরা দশে ঢুকে পড়েছেন প্রত্যেক ম্যাচেই প্রভাববিস্তারী মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে আছেন তিনি। ২০১৭ সালের এপ্রিলে ক্যারিয়ার সর্বোচ্চ পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। শ্রীলংকাকে হারানোর ম্যাচে ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন এই বাঁহাতি পেসার। 

ব্যাটিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়েরও। লঙ্কানদের বিপক্ষে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করে র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন তিনি। আছেন ৪১ নম্বরে। ৩ চারে ২৩ রান করা অধিনায়ক লিটনের উন্নতি ২ ধাপ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম। এর বাইরে এক ধাপ করে এগিয়েছেন জাকের আলি (৫৬তম) ও পারভেজ হোসেন ইমন (৭৪তম)। ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান।

টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের আভিষেক শার্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের আরেক ক্রিকেটার তিলক ভার্মা।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ ছাড়া উন্নতি হয়েছে শেখ মেহেদি হাসানেরও। শ্রীলংকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে আছেন ১৭তম স্থানে। না খেলেই দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান (৪০তম)।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের বরুন চক্রবর্তী। দুই ও তিনে যথারীতি আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।