ছক্কার রেকর্ড ‘বিস্ময়’ সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২
শেয়ার :
ছক্কার রেকর্ড ‘বিস্ময়’ সূর্যবংশীর

আইপিএলের নিলামে ডাক পেয়েই বিস্ময়ের জন্ম দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে আগুনে ব্যাটিং করে বিস্ময় কেবল বাড়িয়েছেনই তিনি। একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দানবীয় ব্যাটিং করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন ১৪ বছরের এই কিশোর। 

আজ বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৮ বলে ৬টি ছক্কা ও চারে ৭০ রান করেছেন বৈভব। এর মাধ্যমে তিনি উন্মুক্ত চাঁদকে ছাড়িয়ে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন। যুব ওয়ানডেতে উন্মুক্তর ছক্কা ৩৮টি। সেখানে মাত্র ১০ ইনিংসেই সূর্যবংশীর ছক্কার সংখ্যা ৪১টি। 

ভারতের যুব দলের হয়ে এরই মধ্যে ৫৪০ রান করে ফেলেছেন সূর্যবংশী। এর মধ্যে ২৬ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে। 

যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা

৪১*- বৈভব সূর্যবংশী (১০ ইনিংস)

৩৮- উন্মুক্ত চাঁদ (২১ ইনিংস)

৩৫- জাওয়াদ আবরার (২২ ইনিংস)

৩১- শাহজাইব খান (২৪ ইনিংস)

৩০- যশস্বী জয়সোয়াল (২৭ ইনিংস)

৩০- তাওহিদ হৃদয় (৪৫ ইনিংস)