এশিয়া কাপ /
যে পরিসংখ্যানে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলংকা
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। এই জয়ে সুপার ফোরে দুই ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট দাঁড়িয়েছে ২। তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচের ফলাফলের ওপর দলটির অনেক কিছু নির্ভার করছে।
পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, তবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে প্রবল। অন্যদিকে, বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তবে তাদেরও পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হবে কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই।
তবে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জিতে যায়, তবে দুই ম্যাচে তাদের পয়েন্ট হবে ৪। এরপর পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং ভারত শ্রীলংকার কাছে হারে, তবে পাকিস্তান নিশ্চিতভাবেই ফাইনালে উঠবে।
অন্যদিকে, পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং ভারত শ্রীলংকাকে হারায় (বাংলাদেশের কাছে হারের পর), তাহলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই তিন দলেরই পয়েন্ট হবে ৪। শ্রীলংকা থাকবে শূন্য পয়েন্টে। সে ক্ষেত্রে নেট রান রেট হিসেব করে ঠিক হবে কোন দুই দল খেলবে ফাইনালে।
আর যদি পাকিস্তান বাংলাদেশর কাছে হেরে যায় এবং ভারত তাদের বাকি দুই ম্যাচেই (বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে) হারে, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই ফাইনালে চলে যাবে। তখন ভারত, পাকিস্তান ও শ্রীলংকার পয়েন্ট হবে সমান ২, আর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে নেট রান রেটে।
আজ বুধবার ভারত মুখোমুখি হবে বাংলাদেশের, বৃহস্পতিবার পাকিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে। শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে লড়বে ভারত ও শ্রীলংকা।