চোট সত্ত্বেও অধিনায়ক স্টোকস, সহ-অধিনায়ক ব্রুক

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯
শেয়ার :
চোট সত্ত্বেও অধিনায়ক স্টোকস, সহ-অধিনায়ক ব্রুক

কাঁধের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকলেও বেন স্টোকসকে অ্যাশেজের জন্য ইংল্যান্ডের অধিনায়ক ঘোষণা করেছে নির্বাচকরা। মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ম্যাথিউ পটস ও উইল জ্যাকস। আঙুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে না পারলেও অ্যাশেজের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার কথা জ্যাকসের।

ডারহামের পেসার পটস সর্বশেষ টেস্ট খেলেছেন ডিসেম্বর ২০২৪-এ নিউজিল্যান্ডের বিপক্ষে। এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর ঝুলিতে আছে ১০ ম্যাচে ২৮ উইকেট, সেরা বোলিং ৪/৮৪। অন্যদিকে, সারে’র জ্যাকস সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এ মৌসুমে মাত্র তিন ইনিংসে ব্যাট করে ১৩৬ রান করেছেন, যার মধ্যে এক ইনিংসেই করেছেন ১১৯।

হ্যারি ব্রুককে অ্যাশেজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছে, যিনি অলিভার পোপের জায়গা নিয়েছেন। হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্ক উড। ভারতের বিপক্ষে সিরিজে আঙুল ভাঙা শোয়েব বশিরও জায়গা পেয়েছেন দলে।

অভিজ্ঞ ব্যাটার জো রুট, জ্যাক ক্রলি, বেন ডাকেট, পোপ ও উইকেটকিপার জেমি স্মিথ আছেন স্কোয়াডে। আর্চার নেতৃত্ব দেবেন পেস আক্রমণে। তার সঙ্গে আছেন ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন, জশ টং, উড ও পটস। বশির হবেন মূল স্পিনার; রুট, জ্যাকব বেথেল ও জ্যাকসও বিকল্প হিসেবে আছেন।

চোটের কারণে বাদ পড়েছেন ক্রিস ওকস। ভারতের বিপক্ষে দ্য ওভালে কাঁধে আঘাত পেয়েও বাঁ-হাত ঝুলিয়ে শেষ দিনে ব্যাট করতে নামেন তিনি। পরে জানিয়েছেন, অস্ত্রোপচার এড়িয়ে রিহ্যাবেই মনোযোগ দিতে চান।

এদিকে অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা। সীমিত ওভারের দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাচ্ছেন আর্চার, ডাকেট ও স্মিথ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জ্যাক ক্রলি।

ওয়ানডে দলে ফিরেছেন স্যাম কারান ও লিয়াম ডসন। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন লুক উড। রেহান আহমেদ, বেথেল, সনি বেকার ও জেমি ওভারটন রয়েছেন দুই স্কোয়াডেই। হাঁটুর অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন সাকিব মাহমুদ।

নিউজিল্যান্ড সফর শুরু হবে ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। ওয়ানডে পর্ব শুরু হবে ২৬ অক্টোবর মাউন্ট মঙ্গানুইতে। সিরিজ শেষ হবে ১ নভেম্বর। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পার্থে একত্রিত হবে অ্যাশেজ স্কোয়াড। প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থের অপ্টাস স্টেডিয়ামে। এরপর সিরিজ চলবে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নে এবং শেষ হবে জানুয়ারির শুরুতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলিভার পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টং, মার্ক উড।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ, লুক উড।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড।