দুই ওভার থাকতেই শ্রীলংকাকে হারাল পাকিস্তান
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলংকাকে সহজেই হারাল পাকিস্তান। আসরের ১৫তম ম্যাচে ২ ওভার বাকি থাকতে ৫ উইকেটে জিতে নেয় সালমান আঘার দল।
এ জয়ে পাকিস্তানের ফাইনাল খেলার আশা উজ্বল হলো। তবে লংকানরা অনেক যদি কিন্তুর মধ্যে পড়ে গেল। বুধবার ভারত বাংলাদেশকে হারালেই বাদ টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলংকা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় পাকিস্তান।
১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫.৩ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে একই ওভারে মহেশ থিকশানার বলে দুজনেই আউট হন। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা দ্রুত সাইম আইয়ুব ও অধিনায়ক সালমানকে ফেরালে বিপদে পদে পাকিস্তান।
তবে শেষ দিকে হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজের অপরিাজত ব্যাটিংয়ে জয় সহজ করে নেয় দলটি। তালাত ৩০ বলে ৪টি চারে ৩২ রান করেন। আর নওয়াজ ২৪ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৩৮ রানের হার না মানা ইনিংস খেলেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলংকা। তবে কামিন্দু মেন্ডিসের দারুণ ফিফটিতে মোটামুটি সংগ্রহ পায় দলটি। মেন্ডিস ৪৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন।
পাকিস্তানের হয়ে ৩টি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি। আর দুটি করে উইকেট দখল করেন হারিস রউফ ও তালাত।
ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হয়েছেন হুসাইন তালাত।