বিদেশি দুই লিগে খেলার সম্ভাবনা অশ্বিনের
রবীচন্দ্রন অশ্বিন সংযুক্ত আরব আমিরাত না অস্ট্রেলিয়া, কোনটি বেছে নেবেন সেই প্রশ্ন এখন আর নেই। দু’টো আসরেই খেলতে পারেন তিনি। আইএলটি২০ আর বিগ ব্যাশ লিগ কাছাকাছি সময় দুই দায়িত্ব পালন করতে যাচ্ছেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। আগে অবশ্য সময়সূচি মিলে যাওয়ায় তাকে একটি বেছে নিতে হতো, কিন্তু এখন দু’টোই খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
ক্রিকবাজ নিশ্চিত করেছে, ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন ইতোমধ্যেই আইএলটি২০–এর নিলামে নাম নিবন্ধন করেছেন এবং প্রায় নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও খেলবেন বলে জানা যায়। সিডনির দুই দল (সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার), রিকি পন্টিংয়ের হোবাট হারিকেনস আর টিম পেইনের অ্যাডিলেড স্ট্রাইকার্স—এই চারটি ফ্র্যাঞ্চাইজি থেকেই অফার পেয়েছেন তিনি। অবশ্যই শেষ পর্যন্ত তাকে একটি দল বেছে নিতে হবে।
আগস্টে আইপিএল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর এখন তিনি বিদেশি লিগে খেলার যোগ্য হয়েছেন—যা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী আইপিএলে খেলা খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ। মূলত সেই সুযোগ কাজে লাগাচ্ছেন অশ্বিন।
আইএলটি২০ আয়োজকদের সঙ্গে তিনি বেশ কিছুদিন ধরে আলোচনা চালাচ্ছিলেন এবং অবশেষে ১ অক্টোবরের নিলামের জন্য নাম তুলেছেন। অন্যদিকে, বিগ ব্যাশ নিয়েও কয়েকটি দলের সঙ্গে কথা বলেছেন এবং উল্লিখিত চার দলের একটির সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটানা দুই টুর্নামেন্টের সূচি সামলানো, কারণ দুই আসরের কিছু ম্যাচ একসঙ্গে পড়ে যাচ্ছে। আইএলটি২০ চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, আর বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৫ জানুয়ারি। আপাতত পরিকল্পনা হলো—অশ্বিন আগে আইএলটি২০ খেলবেন, তারপর অস্ট্রেলিয়া গিয়ে সীমিত সময়ের জন্য বিগ ব্যাশে অংশ নেবেন।
আইএলটি২০–তে সরাসরি কোনো দলে যোগ দেওয়া এ বছর সম্ভব হয়নি, কারণ ছয়টি ফ্র্যাঞ্চাইজিই তাদের সরাসরি সাইনিং সম্পন্ন করেছে। অশ্বিন বলেন, ‘আমি নিলামে নিবন্ধন করেছি। আশা করি, ছয় দলের মধ্যে কোনো একটি আমার প্রতি আগ্রহ দেখাবে।’
বিগ ব্যাশ প্রসঙ্গে তিনি কিছু বলেননি, তবে ইঙ্গিত মেলে কয়েক দিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে।
এদিকে অন্য বিদেশি লিগগুলোর ব্যাপারেও অশ্বিন ভাবছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) অথবা ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে খেলতে পারেন তিনি। এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও যথেষ্ট সময় আছে।