বোয়াটেংয়ের হ্যাটট্রিকে জিতলো মোহামেডান, হোঁচট কিংসের

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০
শেয়ার :
বোয়াটেংয়ের হ্যাটট্রিকে জিতলো মোহামেডান, হোঁচট কিংসের

নাটকীয় লড়াইয়ের পর ফেডারেশন কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে সাদা-কালোরা। দলের হয়ে হ্যাটট্রিক করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে ১-১ ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন কিংস।

ম্যাচের শুরুতেই চমক দেখায় পুলিশ এফসি। নবম মিনিটে ইসা ফয়সালের গোলে এগিয়ে যায় তারা। তবে দুই মিনিট পরই সমতায় ফেরে মোহামেডান—বোয়াটেংয়ের প্রথম গোলের সুবাদে। ৩০তম মিনিটে দানিলো কুইপাপার গোল আবারও পুলিশকে এগিয়ে দেয়।

তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় বোয়াটেংয়ের শো। ৪৭তম মিনিটে সমতা ফেরানোর পর ৭৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই গোলেই ১১ বার ফেডারেশন কাপজয়ী মোহামেডান নিশ্চিত করে রোমাঞ্চকর জয়।

এদিকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দিনটা অবশ্য ভালো কাটেনি। নিজেদের মাঠে ফর্টিসের বিপক্ষে প্রত্যাশিত জয় হাতছাড়া করেছে তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় কিংস। ৪৮তম মিনিটে রাকিব হোসেনের ক্রসে দারুণ প্লেসিং শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন।

কিন্তু সুযোগ নষ্টের মাশুল গুনতে হয় স্বাগতিকদের। ৫৪তম মিনিটে ইমানুয়েল সানডের শট ফিরিয়ে দেন ফর্টিস গোলকিপার সুজান পেরেরা। ৬২তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের শট পোস্টে লেগে ফেরে। একের পর এক আক্রমণ ব্যর্থ হলে ম্যাচের ৮৫তম মিনিটে আসে অঘটন। রাজ উদ্দিন সাগরের উঁচু বল ধরতে গিয়ে গোলরক্ষক শ্রাবণ ও ডিফেন্ডার কাজী তারিক রায়হানের মধ্যে ধাক্কা লাগে। বল তারিকের পায়ে লেগে জড়ায় জালে—আত্মঘাতী এই গোলেই সমতায় ফেরে ফর্টিস।

শেষ পর্যন্ত ১-১ গোলে থামে ম্যাচ। ফলে জয়বঞ্চিত থেকে যায় বসুন্ধরা কিংস, আর মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।