টানা দুটি টি-টোয়েন্টি খেলা অত্যন্ত কঠিন: বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭
শেয়ার :
টানা দুটি টি-টোয়েন্টি খেলা অত্যন্ত কঠিন: বাংলাদেশ কোচ

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচও তারা খেলেছে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবং শহরের হোটেলেই ছিল দলের থাকার জায়গা।

তবে সুপার ফোরে এসে বদলেছে ঠিকানা ও চ্যালেঞ্জ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো—টানা দুই দিনে দুটি ম্যাচ খেলতে হচ্ছে টাইগারদের। আগামীকাল প্রতিপক্ষ ভারত, আর তার পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে লাল-সবুজদের। অথচ সুপার ফোরে বাকি কোনো দলকেই এমন সূচির মুখে পড়তে হয়নি।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘টানা দুটি টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা অত্যন্ত কঠিন। এটা কোনোভাবেই ভালো কিছু নয়। আমরা প্রস্তুত আছি ঠিকই, কিন্তু টানা দুই দিনে দুটি ম্যাচ খেলা ন্যায্য নয়। অনেকেই সহজ ভাবে দেখেন, কিন্তু আসলেই কাজটা অনেক বেশি কঠিন।’

পারফরম্যান্সের দিক থেকেও শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। বিশেষ করে ব্যাটিং লাইনআপ ভুগেছে ধারাবাহিকতার অভাবে। মিডল অর্ডারের তাওহিদ হৃদয় গ্রুপ পর্বে করেছিলেন হংকংয়ের বিপক্ষে ৩৪ বলে ৩৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ৮ আর আফগানিস্তানের বিপক্ষে ২০ বলে ২৬ রান। তবে সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ঝলমলে ৫৮ রানে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

হৃদয়কে নিয়ে আশাবাদী সিমন্স বলেন, ‘টুর্নামেন্ট এমনই—কেউ ভালো শুরু করেও ফর্ম হারায়, আবার কেউ খারাপ শুরু করেও ঘুরে দাঁড়ায়। হৃদয় যে ভালো ব্যাটিং করছে, তাতে আমি আনন্দিত। এখন আমরা একটি ভারসাম্যপূর্ণ ব্যাটিং ইউনিট পাচ্ছি, যারা ধারাবাহিক পারফর্ম করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

টানা ম্যাচের সূচি যে অন্যায্য, তা মানলেও ভারত-বাংলাদেশ লড়াই ঘিরে দলের ভেতরে আত্মবিশ্বাস ও প্রস্তুতি যথেষ্ট বলেই ইঙ্গিত দিলেন কোচ।