আইনজীবী হওয়ার জন্য ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার ছাড়লেন
ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের পেসার ফ্রেয়া ডেভিস অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে মাত্র ১৪ বছর বয়সে যাত্রা শুরু হওয়া এই তারকার ইতি হলো ২৯ বছরেই। প্রায় ১৫ বছরের ক্রিকেটীয় পথচলার ইতি টেনে তিনি জানালেন, আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে আইনজীবী হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে চান।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে ফ্রেয়ার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘ইংল্যান্ডের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ফ্রেয়া আইনজীবী হওয়ার লক্ষ্যে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।’
সাসেক্স থেকেই ক্রিকেটে পথচলা শুরু ফ্রেয়ার। মাত্র ১৪ বছর বয়সে দলটির হয়ে মাঠে নামেন তিনি। পরবর্তী সময়ে ওয়েস্টার্ন স্টর্ম, সাউথ ইস্ট স্টার্স, লন্ডন স্পিরিট, ওয়েলস ফায়ার, সাউদার্ন ভাইপার্স ও হ্যাম্পশায়ারের জার্সিতেও খেলেছেন তিনি। ২০১৩ সালে সাসেক্সকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় অবদান ছিল এই পেসারের।
২০১৯ সালে নারী ক্রিকেট সুপার লিগে ১৯ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন ফ্রেয়া। সেই পারফরম্যান্সের সুবাদেই একই বছরের মার্চে ডাক পান জাতীয় দলে।
ইংল্যান্ডের হয়ে ৯টি ওয়ানডে খেলে ১০ উইকেট এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের জুলাইয়ে ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। এরপর আর দলে সুযোগ পাননি তিনি।
দীর্ঘদিন জাতীয় দলে জায়গা না পাওয়া এবং পড়াশোনার প্রতি আগ্রহের কারণেই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেয়া ডেভিস। ইতোমধ্যে আইন বিষয়ে প্রাথমিক পড়াশোনা শেষ করেছেন তিনি। এখন সেই জ্ঞানকে আরও এগিয়ে নিয়ে আইনজীবী হিসেবে নতুন জীবনের যাত্রা শুরু করতে চান।