দ্বিতীয়বারের মতো দোনারুম্মার হাতে ‘ইয়াসিন ট্রফি’
পিএসজি ছেড়ে সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা গত মৌসুমের সেরা গোলরক্ষক ‘ইয়াসিন ট্রফি’র পুরস্কার জিতেছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেলেন তিনি।
এর আগে ২০২১ সালে প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন ইতালির এই গোলকিপার।
প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকাল আয়োজনে অনুষ্ঠিত হয়ে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন পিএসজির উসমান দেম্বেলে।
এবারের ইয়াসিন ট্রফির জন্য দোনারুম্মার সঙ্গে লড়াইয়ে ছিলেন লিভারপুলের অ্যালিসন এবং ইন্টার মিলানের ইয়ান সমার। তবে তারা পারফরমেন্সের তুলনায় দোনারুম্মার ধারেকাছে ছিলেন না। তার পাশাপাশি গত মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইতালির এই গোলরক্ষক।
এতদিন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার দুইবার পাওয়া গোলকিপার ছিলেন শুধু অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ। এবার তার সঙ্গী হলেন দোনারুম্মা।
এদিকে নারী ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের হ্যানা হ্যাম্পটন।